বুধবার, ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সকলের দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন কনটাক্টর ।।লালমোহন বিডিনিউজ
সকলের দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন কনটাক্টর ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারী এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. ছালাউদ্দিন কন্টাক্টর। বদরপুরের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে মো. ছালাউদ্দিন কনটাক্টর। জীবনের শুরু থেকেই তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অবিভক্ত বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। পাশাপাশি ১৯৯৮ সালে বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হন। একটানা ১২বছর ইউপি সদস্য এবং ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মো. ছালাউদ্দিন কনটাক্টর। আসন্ন নির্বাচনে বদরপুর এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার লক্ষে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. ছালাউদ্দিন কনটাক্টর।