মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন|| লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে লালমোহন উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের বর্ণাঢ্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, ১৯৭৫ সালে পরিবারের সবাইকে হারিয়েও জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক করোনাকালে দেশের গরিব-দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের যেভাবে খাদ্য ও নগদ সহায়তা করেছেন, তা বিশ্বের ইতিহাসে নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথচলার আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তূজা সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ আরও অনেকে।