রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় আইনজীবিদের ৫ম দিনের মত আদালত বর্জন : বিপাকে বিচারপ্রার্থীরা || লালমোহন বিডিনিউজ
মনপুরায় আইনজীবিদের ৫ম দিনের মত আদালত বর্জন : বিপাকে বিচারপ্রার্থীরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার মনপুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরু মিয়ার বিরুদ্ধে স্থানীয় আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরণ, নিয়মিত কোর্ট না করায় বিচারপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ এনে প্রতিবাদে লাগাতার আদালত বর্জন অব্যাহত রেখেছে আইনজীবিরা।
গত বুধবার (২৯ ডিসেম্বর) থেকে গতকাল রবিবার (২ জানুয়ারী) পর্যন্ত ৫ দিন ধরে লাগাতার আদালত বর্জন করছে আইনজীবিরা। এদিকে আইনজীবিদের লাগাতার আদালত বর্জন ও বিচারক না থাকায় চরম বিপাকে পড়েছে বিচারপ্রার্থীরা। সুযোগে আইনজীবিদের আদালত বর্জনের মুখে ছুটি নিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আদালতের বিচারক বাড়িতে গেছেন বলে নিশ্চিত করেন আইনজীবিরা।
মনপুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি আলাউদ্দিন হাওলাদার, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট নিমাই চন্দ্র দাস ও এ্যাডভোকেট নাজিম উদ্দিন রাহাত অভিযোগ করে জানান, ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবিদের সাথে আদালত চলাকালীন খারাপ আচরণ করে। এছাড়াও তিনি জামিনের ধারা অযোগ্য ও ওনার বিচারকি ক্ষমতা না থাকার পরও তিনি বিশেষ ব্যাক্তিদের সুপারিশে জামিন দেন।
আইনজীবিরা আরও জানান, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারকি ক্ষমতার বাহিরে গিয়ে জিআর ১২/১৬ চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার ৩৮০/৩৮৫/৩০৭ ধারায় এজাহার ও চার্জশীটভূক্ত আসামীদের জামিন দেন বিশেষ এক ব্যক্তির সুপারিশে।
সরেজমিনে রবিবার কোর্ট প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে, আইনজীবিদের লাগাতার কোর্ট বর্জন ও বিচারক ছুটিতে থাকায় চরাঞ্চল সহ দূর-দূরান্ত থেকে ছুটে আসা বিচারপ্রার্থীরা কোর্টে এসে ফিরে যাচ্ছেন।
এ ব্যাপারে ভোলা জেলা আইনজীবি সমিতির সভাপতি ফরিদুর রহমান ও সম্পাদক নুরনবী মিয়া জানান, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবিদের সবসময় অসৌজন্যমূলক আচরণ করেন। আদালত বর্জনের বিষয়টি আমরা অবগত আছি।
এ ব্যাপারে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক নুরু মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, আদালতের কার্যক্রম নিয়মমাফিক চলছে। এর বাহিরে তিনি বলতে নারাজ।