বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পিতার কাটা গাছের চাপায় পুত্র নিহত
লালমোহনে পিতার কাটা গাছের চাপায় পুত্র নিহত
লালমোহন বিডিনিউজ: লালমোহনে পিতার হাতে কাটা গাছের চাপায় ৭বছরের পুত্র নিহত হয় । আজ বৃহস্পতিবার উপজেলার ধলীগৌরনগন ৪নং ওয়ার্ডের জনতা বাজার এলাকার মতিউর রহমান হাওলাদার বাড়ীর পাশে সাদু সর্দার বাড়ীতে এই ঘটনা ঘটে ।
জানাগেছে বৃহস্পতিবার সকাল ১০টায় পিতা আঃ মন্নান বাড়ীর পাশেই ছাদু সর্দার বাড়ীতে পূবের কেনা একটি রেন্ডি গাছ কাটতে গেলে পুত্র আরাফাতুর রহমান রাকিব ও সাথে যায় । পিতা আঃ মন্নান গাছের অর্ধেক দিয়ে কেটে গাছ থেকে নেমে পাশেই লোক ডাকতে যায় গাছটিকে টেনে নামানোর জন্য,এ সময় গাছটি ছুটে পুত্রের গায়ে পরে যায় । এতে আরাফাতের শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে পড়ে ,অনেক খোজা খুজির পর পাশের পুকুরে তার মাথা পাওয়া যায় । খবর পেয়ে ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেয়ায়েতুল ইসলাম মিন্টু ও থানা পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছেন। দুপুর ২ টায় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান বলেন ঘটনা শুনে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে।