সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ক্যাম্পেইন শেষে|| ভিটামিন এ প্লাস ক্যাপসুল বঞ্চিত লালমোহনের চরাঞ্চলের শিশুরা || লালমোহন বিডিনিউজ
ক্যাম্পেইন শেষে|| ভিটামিন এ প্লাস ক্যাপসুল বঞ্চিত লালমোহনের চরাঞ্চলের শিশুরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি: সারাদেশে একযোগে শূন্য থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষে গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তবে এ ক্যাম্পেইন সমাপ্তির ১৩দিন পেরিয়ে গেলেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি ভোলার লালমোহন উপজেলার চরাঞ্চলের শিশুরা।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে, লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাওয়ার আওতায় রয়েছে ২৭২ জন শিশু। তবে নির্ধারিত সময়ের ১৩ দিন অতিবাহিত হলেও চরাঞ্চলের এখন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি ওই অঞ্চলের শিশুরা।
দুর্গম এ চরের বাসিন্দা নুরে আলম, মজিদ মুন্সি ও মো. আলাউদ্দিন বলেন, শুধু ভিটামিন এ প্লাস ক্যাপসুলই নয়, সকল ধরনের স্বাস্থ্য সেবা থেকে চরের শিশুরা বঞ্চিত থাকে। ফলে শিশুদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। এতে চরম ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এসব শিশুরা।
তারা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরবাসীকে সবসময় অবহেলার চোখে দেখছে। তাই ক্যাম্পেইন শেষ হওয়ার দুই সপ্তাহ পরও ভিটামিন এ প্লাস ক্যাপসুল থেকে চরের শিশুরা বাদ রয়েছে। অতি দ্রুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদানসহ শিশুদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবী জানিয়েছেন তারা।
অন্যদিকে, উপজেলা সদরে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকলেও লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও শাহজালালের বাসিন্দাদের কাছে যেন ভ্যাকসিনের খবরই পৌঁছেনি। এতে করে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে এই বিচ্ছিন্ন দু’চরের মানুষের মাঝে। তাদের দাবী চরগুলোতে যেন খুব শিগগিরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মিজানূর রহমান বলেন, শীগ্রই চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ চরবাসীকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।