বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান
প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান
লালমোহন বিডিনিউজ : চতুর্থ দিনের মত জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
অবস্থান কর্মসূচি শেষে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানান শিক্ষক নেতারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আয়োজিত এ লাগাতার কর্মসূচি শুরু হয়েছে।
‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে’ এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে।
দাবিগুলো হলো: স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে, যোগদানের তারিখ হইতে বয়স গণনা করতে হবে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান বন্ধ রাখতে হবে, এমপিও প্রদানে কোন ধরনের অনিয়ম, পক্ষপাত ও ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডেক্স নম্বর দিতে হবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে দিনব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের শিক্ষাক নেতারা।
ওই কর্মসূচিতে শিক্ষক নেতারা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামানা করেন