বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুবালী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পুবালী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে পুবালী ব্যাংক লিমিটেডের শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে পৌর শহরের প্রাণকেন্দ্র হাজী ইউসুফ প্লাজায় ৪৮৮তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের বরিশাল অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মহসীন সরকার।
পুবালী ব্যাংক লিমিটেড লালমোহন শাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহব্যবস্থাপক মুহাম্মদ তরিকুল ইসলাম, বরিশাল শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আরিফ রব্বানী প্রমুখ।