বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অধ্যক্ষ নজরুল’র জানাযা সম্পন্ন।। পারিবারিক কবরস্থানে শায়িত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে অধ্যক্ষ নজরুল’র জানাযা সম্পন্ন।। পারিবারিক কবরস্থানে শায়িত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সরকারি শাহবাজপুর কলেজ এর সাবেক অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম এর জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাভাজন প্রবীণ এ মানুষকে শেষ বিদায় জানাতে বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসল্লীদের ঢল নামে।
জানাযায় অংশ নেন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরা।
জানাযা পরবর্তী পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম।