মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ নজরল আর নেই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ নজরল আর নেই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি, সরকারি শাহবাজপুর কলেজ এর সাবেক অধ্যক্ষ ও লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম নজরুল ইসলাম (৮৩) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মঙ্গলবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যকৃতিবর্গরা।
আগামীকাল বুধবার সকাল ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবার।