বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই গাজা ক্রেতাকে আটক করেছে পুলিশ
লালমোহনে দুই গাজা ক্রেতাকে আটক করেছে পুলিশ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে দুই গাজা ক্রেতাকে আটক করেছে পুলিশ । বুধবার সন্ধায় উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুদীর পোল এলাকা থেকে তাদের আটক করা হয় । আটক কৃতরা হলো বোরহানউদ্দিন উপজেলার দৌলা ৯নং ওয়ার্ডের চরটিটিয়ার ফোরকান ও লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনার মিলন খান ।যানাগেছে আটক কৃত এই দুইজন বিকাল ৪টার দিকে গুদীরপোল এলাকার থেকে গাজা কিনে নিয়ে আসার সময় এলাকায় তাদের আটক করে ।খবর পেয়ে লালমোহন থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসে ।
আটক কৃতরা বলছে তারা বিকাল ৩টার দিকে গুদিরপোল এলাকায় বড়মিয়া ও কামাল থেকে গাজা কিনে নিয়ে আসার সময় কামাল থোরকানের পকেটে থাকা ৫শ টাকা হাতিয়ে নিয়ে তাকে ব্যাপক মারধর করে আরো টাকার জন্য, আর টাকা না পেয়ে দুই ঘন্টা ধরে দিরে দিরে মেরে পরে থানায় ফোন করে হাতে গাজা দিয়ে পুলিশে দেয় ।