বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে শান্ত (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্ত উপজেলা পরিষদ ভবন এলাকার বাসিন্দা মো. নাছির এর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টায় লালমোহন উপজেলা পরিষদের ভিতরে একটি পুকুর পাড়স্থ জামগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু শান্ত মানসিক ভারসাম্যহীন ছিল। প্রতিদিন খেলার জন্য পানি ভর্তি বোতলে দড়ি বেঁধে খেলতো সে। আজ সকালে গাছের ডালে দড়িবাঁধা ওই বোতলটি আটকানো এবং দড়ির সাথে শিশুটিকে ঝুলন্তবস্থায় পাওয়া যায়। খেলার সময় গাছের ডালে বোতলটি আটকে গেলে, সেটা নামাতে গিয়েই অসাবধানতাবশত এমন ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানান লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মাহমুদুল হাসান।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে অপমৃত্যু হিসেবে ধারণা করা হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।