বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কৃষকের বসত ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা
লালমোহনে কৃষকের বসত ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা
লালমোহন প্রতিনিধি: লালমোহনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের বসত ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার সকালে উপজেলার পূর্ব চরউমেদ এলকার সৈয়দ ব্যাপারী বাড়িতে এঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব চরউমেদ এলকার সৈয়দ ব্যাপারী বাড়ির মৃত নুরুল হকের ছেলে আঃ মালেক, বারেক ও খালেকের সাথে একই বাড়ির সৈয়দ ব্যাপারী সাথে দীর্ঘ দিন ধরে ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসে। বিরোধ নিরসনের জন্য রমাগঞ্জ ইউনিয়নের আ’লীগ সভাপতি মোস্তফা মাস্টার প্রধান সালীশ হিসেবে উভয় পক্ষকে নিয়ে কয়েক বার সালীশ বসার ব্যাবস্থা করেন। পরে প্রধান সালীশ পবিত্র হজ্জ শেষে করে দেশে এসে সকলের কাগজ পত্র দেখে রায় দিবেন বলে সৌদিতে চলে যান। বুধবার সকালে সৈয়দ ব্যাপারীর নেতৃত্বে, জেবল হক, আলমগীর সহ কয়েক জন মিলে শালিশকে অমান্য করে জোর পূর্বক তাদের বসত ঘর ভেঙ্গে দেয় বলে অভিযোগ করেন আঃ মালেক ও বারেক।
এব্যাপারে অভিযোক্ত সৈয়দ ব্যাপারী বলেন, কাগজ পত্রে আমাদের জমি সেখানে ধরেছে সেখান থেকে আমরা ঘর সরিয়ে দিয়েছি।
এব্যাপারে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজান মাস্টার বলেন, সৈয়দ ব্যাপারীরা সালীশ অমান্য করে মালেক ও বারেকের ঘর ভেঙ্গে দিয়েছে। প্রধান সালীশ আ’লীগ সভাপতি মোস্তফা মাস্টার হজ্জ দেশে আসলে এবিষয়টি নিয়ে আবার বসা হবে।