বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চিহ্নিত মাদক সম্রাট নুরু আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে চিহ্নিত মাদক সম্রাট নুরু আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ৫১ পিস ইয়াবাসহ নুর আলম ওরপে নুরু (২৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ড রহিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নুর আলম তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ড চর কোড়ালমারা গ্রামের কাঞ্চন মিঝির ছেলে।
জানা যায়, তজুমদ্দিনের শম্ভুপুর থেকে প্রায়ই গাঁজা ইয়াবা নিয়ে রহিমপুর এসে তা বিক্রি করতো নুর আলম। বুধবার গভীর রাতে হোন্ডাযোগে নুর আলমসহ তিনজন ইয়াবা বিক্রি করতে আসলে এলাকাবাসী তাদেরকে পাকড়াও করে। এসময় নুর আলম ধরা পড়লেও বাকি দুজন পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নুর আলম কে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় নুর আলম ও তার সহযোগী হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হালিম পলাতক রয়েছে, নুর আলমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।