
বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ সারাদেশে এসিড ব্যাটারিচালিত প্রায় ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অবৈধভাবে যেসব থ্রি হুইলার চলছে তার ব্যবহার বন্ধ এবং পরিবেশের ক্ষতি যেন না হয় সে লক্ষ্যে এক রিট পিটিশনে সন্তুষ্ট হয়ে আজ বুধবার দুপুরে বিচারপতি মামুনুর রহমানের দৈত বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সঙ্গে এসব থ্রি হুইলার আমদানি ও ক্রয়-বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকগুলো জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত।
রিটকারী আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, পরিবেশের হুমকিস্বরুপ এসব ইজিবাইক বন্ধের লক্ষ্যেই এই রিটটা আমরা করেছি। যেসব এসিড ব্যাটারিচারিত ইজিবাইক চলছে সেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। আর এই ইজিবাইকগুলো অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ নেয়। যা থেকে কোন ট্যাক্সই সরকার পাচ্ছেনা।
এর আগে, এসব থ্রি হুইলার বন্ধের জন্য নানা চেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে। পরিবেশের জন্য ক্ষতিকর এই এসিড ব্যাটারির সীসা ফসলেও ক্ষতি করছে। বিভিন্ন সময়ে সড়ক মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাড়িয়েছে এসব থ্রি হুইলার। দুর্ঘটনার পর এসিডচালিত ব্যাটারি হবার কারণে আরো বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে এসব যানবাহনে।
এদিকে বছরের পর বছর ধরে অনুমোদন ছাড়াই চলছিলো এসব থ্রি-হুইলার।