মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিদ্রোহী হওয়ায় বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার
বিদ্রোহী হওয়ায় বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নের ৯ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম হায়দার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কারের সুপারিশকৃত ৯ বিদ্রোহী প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেয়া হয়। এ সিদ্ধান্তের লিখিত আদেশটি পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বহিষ্কৃতরা নেতারা হলেন- উপজেলার টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদ্দিন হাওলাদার, টগবী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরব মিয়া, বড় মানিকা ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, আসাদুজ্জামান বাবুল, (দেউলা) কার্যনির্বাহী সদস্য, উপজেলা আ’লীগ, কাজী কামাল হোসেন, (কুতুবা) ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, উপজেলা আ’লীগ, হাসননগর ইউনিয়নের সহ-সভাপতি মানিক হাওলাদার, হাসননগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন সরদার।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, পদ-পদবিহীন যে সমস্ত আওয়ামী লীগ সমর্থক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ থেকে ব্যবস্থা নেয়া হবে।