
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করতেই বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেসকল শহীদদের স্মরণ ও ভোলার লালমোহনের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজান মিয়া।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কৃত করা হবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় লালমোহন থানা মোড়স্থ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও লালমোহন থানা।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, সমাজবেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।