সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বেড়েছে করোনা শনাক্তের হার, কমেছে মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
বেড়েছে করোনা শনাক্তের হার, কমেছে মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৮৫ জনের শরীরে নতুন করে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
নতুন ৩ জনসহ এ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩১ জনে। মৃতের তালিকায় নতুন করে যুক্ত হওয়া ৩ জনের মধ্যে একজন ঢাকা, একজন, রাজশাহী এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি পাঁচ বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। আর গেল একদিনে দেশের ৮৪৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৮৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে। সোমবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৭৫ শতাংশ। যা গতকাল ছিল এক দশমিক ৫২ শতাংশ। সে হিসেবে একদিনের ব্যবধানে বেড়েছে করোনা শনাক্তের হার।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৬৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
১২ই ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৩ই ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া দু’জন নারী এবং একজন পুরুষ।
এর আগে, গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৩২৯ জনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫ লাখ ১০ হাজার ৫৯৬ জন। আর মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২৪ হাজার ৩২৬ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৭১ জনে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।