সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ওমিক্রনের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
ওমিক্রনের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ করোনার নতুন ধরন ওমিক্রনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর তার পরামর্শের বার্তাটি জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুস্টার ডোজ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও টেকনিক্যাল কমিটিকে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ বিরতির পর সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফিংয়ে, ওমিক্রন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার বিষয়টি তুলে ধরেন।
এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশে যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে। দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ডিজিটাল ব্যাংকিং পরিচালনায় আগে কোন যথাযথ ব্যবস্থা ছিল না বলে নতুন আইন। এই আইন এক ধরনের ডিজিটাল গাইডেন্স। আইন লঙ্ঘনে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান থাকছে। বৈঠকে বাণিজ্য সংগঠন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়। মূলত নারীদের অগ্রাধিকার দিয়ে সবার জন্যই এ উদ্যোগ। যদিও আলাদা চেম্বার নারীদের আছে, কিন্তু তা সবখানে নেই।
এর আগে মন্ত্রিসভা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা বুস্টার ডোজ দেব। যারা ষাটোর্ধ ব্যক্তি, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরও দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এ বিষয়ে কার্যক্রম চলছে। নির্দেশনা আমরা দিয়েছি। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আমরা আশা করছি, এ মাসেই কাজ শুরু করতে পারব।