সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিজয় দিবসে দেশের সর্বস্তরের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
বিজয় দিবসে দেশের সর্বস্তরের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ই ডিসেম্বর বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশের সর্বস্তরের মানুষকে এ শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দু’দিন ব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করা হবে।
এছাড়া মুজিববর্ষ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১৬ এবং ১৭ই ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। রাজধানীর সেগুনবাগিচায় আর্ন্তজাতিক মাতৃভাষা ইনিস্টিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।