সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ১৬ ডিসেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি
১৬ ডিসেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন।
রবিবার (১২ ডিসেম্বর) লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিবসটি উপলক্ষে সরকারি গুরুত্বপূর্ণ ভবনসমুহে আলোকসজ্জাকরণসহ উপজেলা পরিষদ থেকে লালমোহন বাজার চৌরাস্তা পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে জাতীয় পতাকা স্থাপন করবে উপজেলা প্রশাসন।
এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে লালমোহন থানা প্রাঙ্গণে ৫০বার তোপধ্বনি, স্ব স্ব প্রতিষ্ঠানে (সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ও বেসরকারি ভবনসমুহে) জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ।
সকাল ৯টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাতমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা।
দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা এবং বিকেল ৩টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টা হতে ৫টা পর্যন্ত সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ বাক্য পাঠ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের সাথে অনন্য মাত্রায় পালিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী। বহুমাত্রিকতাপূর্ণ মহান এ দিবসের গৌরবশিখা সমুন্নত রেখে রাজনৈতিক স্বাধিকারের পথ ধরে অর্থনৈতিক উন্নয়নের শিখরে আরোহণের দৃঢ় প্রত্যয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে লালমোহন উপজেলা প্রশাসন।