রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মহান বিজয় দিবস উদযাপনে লালমোহনে আওয়ামী লীগের নানা কর্মসূচি
মহান বিজয় দিবস উদযাপনে লালমোহনে আওয়ামী লীগের নানা কর্মসূচি
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগ।
রবিবার (১২ ডিসেম্বর) লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা থেকে রাত ১২ পর্যন্ত এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সারাদিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ভাষণ প্রচার করা হবে।
সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১৫মিনিটে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৭টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৩টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিজয় আনন্দ র্্যালীর আয়োজন করেছে লালমোহন উপজেলা আওয়ামীলীগ।
এছাড়াও বিকেল ৪টা ৩০ মিনিটে লালমোহন থানা মৌড়স্থ আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে দলটি।