শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে ফের বেড়েছে করোনায় মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
দেশে ফের বেড়েছে করোনায় মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে করোনায় ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃতের তালিকায় নতুন করে যুক্ত হওয়া ৫ জনের চারজন ঢাকার এবং একজন চট্টগ্রামের। বাকি জেলাগুলোতে কারও করোনা শনাক্ত হয়নি।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২ জনে। এছাড়া ৮৪৮ টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে দাঁড়াল।
বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ১৩ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার মৃত্যুশূন্য দিন অতিবাহিত করার পরদিন শুক্রবার করোনায় একজনের মৃত্যু হয় এবং করোনায় শনাক্তের সংখ্যাও বেড়ে যায়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ১৪ হাজার ৬৮৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৬৮৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৫৯৯ জন।
এদিকে, বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য। শনিবার এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।