শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মাদকসহ ৩জনকে আটক করেছে ডিবি।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মাদকসহ ৩জনকে আটক করেছে ডিবি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থেকে মাদকসহ তিনজনকে আটক করেছে ভোলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট এলাকা তেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সোহেল (২২), মনির হোসেন (২৬) এবং অন্তর চন্দ্র দাস (২১)।
ভোলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. নাফিউল ইসলাম জানান, ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে কুঞ্জেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আল মদিনা হোটেলেএর সামনে পাকা রাস্তার ওপর হতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। মাদক মামলায় তাদের ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।