
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন প্রেসক্লাব সদস্য রিমনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রেসক্লাব সদস্য রিমনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন প্রেসক্লাবের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন’র মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার মাগরিববাদ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মোনাজাতে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় মরহুমার স্মৃতিচারণ করে এমপি শাওন বলেন, তিনি একজন মহিয়সী ও পরহেজগার নারী ছিলেন। একজন ভাইস চেয়ারম্যানের মা হয়েও তার মধ্যে কোন অহংকার ছিল না, তিনি সবসময় সাদসিদে জীবনযাপনে অভ্যস্থ ছিলেন। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।
প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, মরহুমার বড় ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সহসভাপতি মো. মাহামুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, ভাইস প্রিন্সিপাল সাংবাদিক মিজানুর রহমান লিপু, সাংবাদিক এনামুল হক রিংকু প্রমূখ। শোকসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা আজীম উদ্দিন খান।
এসময় মরহুমার ছোট ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল হাছনাইন রনিসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।