বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভিটামিন এ প্লাস পাবে লালমোহনের ৪০১৪৬ শিশু।। লালমোহন বিডিনিউজ
ভিটামিন এ প্লাস পাবে লালমোহনের ৪০১৪৬ শিশু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ এ বছর ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে ভোলার লালমোহনের ৪০হাজার ১৪৬ শিশুকে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায়” এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ পিয়াস উদ্দিন আহমেদ।
আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ৪০ হাজার ১৪৬ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় মাস থেকে এক বছর বয়সী ৪হাজার ৫শত ৫৪জন ও এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ৩৫ হাজার ৫শত ৯২জন শিশু রয়েছে।