রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলা | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে ভোলা প্রেসক্লাব বনাম তজুমদ্দিন প্রেসক্লাব।। লালমোহন বিডিনিউজ
আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে ভোলা প্রেসক্লাব বনাম তজুমদ্দিন প্রেসক্লাব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট” এর আগামীকাল ফাইনাল খেলা।
আগামীকাল বিকেল ৩টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ভোলা প্রেসক্লাব একাদশের মুখোমুখি হবে তজুমদ্দিন প্রেসক্লাব একাদশ।
এর আগে রবিবার বিকেল ৩টায় টুর্নামেন্টের ৩য় ম্যাচে দৌলতখান প্রেসক্লাব একাদশের সাথে মুখোমুখি হয়েছিল ভোলা প্রেসক্লাব। খেলার ৪০মিনিট সময়ে কোন দলই গোল পায়নি। ফলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। অবশেষে ট্রাইবেকা নাটকীয়তায় ১-০ শূন্য গোলে জয়লাভ করে ফাইনালে পৌঁছে ভোলা প্রেসক্লাব একাদশ।
আগামীকাল বিকেল ৩টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সাথে ফাইনাল খেলবে দলটি।
এদিকে বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উল্লেখ্য, ভোলা জেলার ৫টি প্রেসক্লাব (ভোলা প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব) এর অংশগ্রহণে শুরু হয় “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট”।