মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রত্যয়ে নানাবিধ সমস্যা ও সমস্যাগুলো নিরসনে করণীয় শীর্ষক নানা পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা’র সঞ্চালনায় আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস প্রমূখ।