সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের কুকরিতে নৌকা, ওসমানগঞ্জে আনারসের বিজয়ী৷৷ লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের কুকরিতে নৌকা, ওসমানগঞ্জে আনারসের বিজয়ী৷৷ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলা ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতা চেয়ারম্যান নির্বাচিত হলেও ২ইউপিতে হাডাহাডি লড়াই হয়েছে। কুকরি মুকরিতে ইউপিতে নৌকা মার্কায় চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ৪হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী সলিমুল্লাহ আনারস ১০ভোট এবং মোটরসাইকেল প্রার্থী কবির হোসেন ৭৪৬ ভোট পেয়ে পরাজিত হন।
ওসমানগঞ্জ আওয়ামীলীগ সভাপতি ও ইউপি আনারস মার্কায় আবুল কাশেম মোল্লা ৭হাজার ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান আশ্রাফুল আলম ফোটন ৩হাজার ১০১ ভোট এবং আবু তাহের চশমা প্রতিকে ২শ’১০, হাত পাখা ৪শ’৫২ ভোটে পেয়ে পরাজিত হয়েছেন।
গত রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ মনোনীত বিনা প্রতিদ্বন্ধীতায় ৫ইউপি চেয়ারম্যান’রা হলেন- নৌকা প্রতীকের আব্দুল্লাহপুর ইউনিয়নে আল ইমরান পিন্স, আবুবকরপুর ইউনিয়নে মো.সিরাজ জমাদার, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পন্ডিত নজরুল নগর ইউনিয়নে মো.রুহুল আমিন হাওলাদার, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার প্রমুখ।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ চরফ্যাশন দুই ইউপিতে নির্বাচিত হলেন-কুকরি মুকরিত আবুল হাসেম মাহাজন, ওসমানগঞ্জ ইউপিতে আবুল কাশেম মোল্লা।