বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রোভার স্কাউটস’র বেসিক কোর্স শুরু।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে রোভার স্কাউটস’র বেসিক কোর্স শুরু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রোভার স্কাউটস এর তিন দিনব্যাপী বেসিক কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ও ইউনিসেফ বাংলাদেশ’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে সরকারি শাহবাজপুর কলেজের হল রুমে আনুষ্ঠানিকভাবে লাইফ স্কীল বেইজড এডুকেশন ফর রোভার স্কাউটস’র তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি’র সভাপতিত্বে উদ্বোধনর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার রোভারের সম্মানিত কমিশনার ও সাবেক অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ প্রফেসর পারভিন আখতার, বাংলাদেশ স্কাউটসের ডাইরেক্টর মোঃ গোলাম মোস্তফা ইউনিসেফ বরিশাল শাখার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনও আল মোমিন সরোয়ার, সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রলীগের আহবায়ক নাহিদুল ইসলাম পাপ্পু ও যুগ্ম আহবায়ক নিহাদুল ইসলাম আরিফ প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্স লিডার ডেপুটি ন্যাশনাল কমিশনার ট্রেনিং (পিআরএস) মোঃ আরিফুজ্জামান এলটি’র পরিচালনায় কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫জন ট্রেইনার, একজন সমন্বয়ক ও ভোলা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।