
বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রেনু বিবি (৫০) নামে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙলবার বিকেলে ওই লাশ উদ্ধারপূর্বক গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেনু বিবি উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামের তোরাব আলী কানাই বাড়ির আসাদউল্ল্যা কানাইর স্ত্রী। রেনু বিবির এক ছেলে, এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, রেনু বিবি ও আসাদউল্যাহ দম্পতির এক ছেলে ও মেয়ে থাকলেও বিবাহ পরবর্তী সন্তানরা অন্যত্র বসবাস করছে। আর বাড়িতে শুধু রেনু বিবি ও স্বামী আসাদউল্যাহই থাকতেন। তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
এমন তথ্য নিশ্চিত করে ও স্থানীয়দের বরাতে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান জানান, একদিকে আর্থিক দৈন্যদশা আরেকদিকে স্বামী স্ত্রী উভয়েই অসুস্থ ছিলেন। অভাব অনটনের সংসারের প্রতি ক্ষোভ থেকেই রেনু বিবি গলায় ফাঁস দিয়েছেন বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।