মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমোহন ভোলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “জার্নালিস্ট মিলি সিকদার” নামে আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন মিলি সিকদার নামে এক সংবাদকর্মী।
মঙ্গলবার দুপুরে ওই আইডি থেকে এসব অপপ্রচার করা হয়।
পরে নিজের ব্যাক্তিগত আইডি ব্যবহার করে এমন কুরুচিপূর্ণ অপপ্রচার করার প্রতিবাদে মঙ্গলবার রাতে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মিলি সিকদার।
সংবাদ সম্মেলনে মিলি সিকদার বলেন, সাংবাদিক মিলি সিকদার” নামে তার একটি ফেসবুক আইডি ছিল। ওই আইডিটি হ্যাক করে প্রায় দুই মাস আগে ভোলা-২ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরে ওই ঘটনায় হ্যাক আইডির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন তিনি। মামলা নং-১৬।
এতদিন অপপ্রচার বন্ধ রাখার পর ওই আইডির আগের নাম পরিবর্তন করে “জার্নালিস্ট মিলি সিকদার” নাম ব্যবহার করে আজ (মঙ্গলবার) দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয়া হয়। বিষয়টি তার নজরে আসলে প্রথমে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
তিনি বলেন, তাকে কেউ ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টায় তার আইডি হ্যাক করে এমন অপপ্রচার চালাচ্ছে। তাই, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীর নামে অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হ্যাকিংয়ের সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী করেন মিলি সিকদার।