শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাল টাকাসহ যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জাল টাকাসহ যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে জাল টাকার নোটসহ মো. নাছির হোসেন পান্নু (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাওরী বাজার থেকে আটক করা হয়। আটক নাছির হোসেন পান্নু পাবনা জেলা সাথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাগলা চন্দিপুর গ্রামের মো. আহেদ আলীর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, ডাওরী বাজারের ফিরোজ এন্টারপ্রাইজ নামে ফার্মেসি থেকে ১শত টাকার ঔষধ কিনে দোকানদারকে এক হাজার টাকার জাল দেয় নাছির হোসেন। পরে ওই দোকানদার অভিযুক্ত নাছির কে আটক করে থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাছিরকে তল্লাশি করলে তার কাছে এক হাজার টাকার নোট দুটি জাল পাওয়া যায়।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ নুর উদ্দিন।