রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানার ওসি মুরাদ বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন থানার ওসি মুরাদ বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি: বরিশাল রেঞ্জের চলতি বছরের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় বিভাগের সকল থানার ওসিদের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।
রবিবার সকাল ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
এসময় কর্মরত এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বীকৃতি স্বরুপ বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ। পরে তাঁর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
সভায় বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে লালমোহন থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বীকৃতি স্বরুপ ভোলা জেলা পর্যায়ে ৪বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো. মাকসুদুর রহমান মুরাদ।