বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জেলের মধ্যে জাতীয় নেতাদেরকে হত্যা পৃথিবীর ইতিহাসে জগন্যতম হত্যাকান্ড-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
জেলের মধ্যে জাতীয় নেতাদেরকে হত্যা পৃথিবীর ইতিহাসে জগন্যতম হত্যাকান্ড-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বরে জেলের ভিতর জাতীয় চার নেতাকে নৃশংস হত্যাকান্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জগন্যতম হত্যাকান্ড। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো কারাগার, সেই কারাগারের মধ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদেরকে হত্যা করেছে জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ও ৭১’র পরাজিত শক্তিরা।
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে আজও মেনে নিতে পারছেনা, তারা দেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ায় জন্যই এ নৃশংসতম ও জগন্যতম হত্যাকান্ডটি ঘটিয়েছে।
পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদারসহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।