বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কীটনাশকের দোকানে চুরিঃ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কীটনাশকের দোকানে চুরিঃ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নমগ্রামের উত্তর মাথা আনন্দ বাজারের মেসার্স রিয়া স্টোরে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক সেলিম বেপারী জানান, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে তার বাবা মো. ইউনুছ বেপারী দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। বুধবার সকাল ৭টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দুইটি তালার একটিও নেই। দোকান খোলা। তখন বাজরের অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ৭টি কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই। বস্তায় রাখা গমগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। গমের বস্তাটি নেই। সেলিম বেপারী ধারনা করেন গমের বস্তায় ভরে চোরেরা কীটনাশকগুলো নিয়ে গেছে। তিনি আরও বলেন চোরেরা প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকার কীটনাশক নিয়ে গেছে। নগদ কোন টাকা পয়সা নেয়নি। তালা দুইটিকে মনে হয় লোহার শাবল দিয়ে চোরেরা খুলে ফেলে ভিতরের মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম বেপারী। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।