সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতীয় যুব দিবসে প্রশিক্ষণ পরবর্তী সনদ পেলো লালমোহনের ৬০জন যুব নর-নারী।। লালমোহন বিডিনিউজ
জাতীয় যুব দিবসে প্রশিক্ষণ পরবর্তী সনদ পেলো লালমোহনের ৬০জন যুব নর-নারী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় যুব দিবস উপলক্ষে ভোলার লালমোহনের যুব নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলার ৬০জন যুব নারী ও পুরুষদের স্বাভলম্বি করতে বসত বাড়িতে সবজি চাষ প্রশিক্ষণ শেষে এ সনদ বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএসএম শাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী প্রমূখ।