বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ হাসান ও ইউসুফ নামে নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে কোস্টগার্ডের মাঝী ইউসুফকে। তবে হাসানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা ও প্রত্তক্ষদর্শী সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের শশীগঞ্জ গ্রামের ৫ নং ওয়ার্ডের বজল মাঝী বাড়ীর উত্তর পাশের ইয়াবা ব্যবসায়ী জাফরের বাসায় অভিযান চালায় তজুমদ্দিন থানা পুলিশ। এসময় ভুঁইয়াকান্দি গ্রামের গেদু বেপারিী ছেলে মোঃ হাসান (২৫)কে ৩০ পিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় শশীগঞ্জ গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে মোঃ জাফর পালিয়ে যায়। তল্লাশী চালিয়ে পুলিশ আরো ২০ পিজ ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শশীগঞ্জ গ্রামের শাহজাহানের ছেলে কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝীকে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ইউসুফকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এসআই মামুন অর রশীদ বাদী হয়ে আটককৃত হাসান ও পলাতক জাফরকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৪, তারিখ-২৮-১০-২১ ইং।
স্থানীয়রা জানান, ইয়াবা ব্যবসায়ী জাফরের অর্থ যোগানদাতা কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝী। কিছুদিন পূর্বে ইউসুফ মাঝীর স্ত্রী কোস্টগার্ডের অফিসে ইয়াবা জমা দিয়ে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার পাননি।