
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শান্তি ও সম্প্রীতির জন্য র্যালী ও সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শান্তি ও সম্প্রীতির জন্য র্যালী ও সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধি।। শান্তি ও সম্প্রীতির জন্য ভোলার লালমোহনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর লালমোহন উপজেলা কমিটির আয়োজনে এবং লালমোহন প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার সকালে লালমোহন প্রেসক্লাব থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে থানার মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াতের ইন্ধনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে তৎপরতা চালিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে এসব অপতৎপরতা দমন করেছেন।
সুজনের লালমোহন উপজেলা কমিটির সমন্বয়কারী মো. জসিম জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।