বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “জাতীয় সাংবাদিক সংস্থা’র” উদ্যোগে ঈদ ই মিলাদুন্নবী সাঃ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে “জাতীয় সাংবাদিক সংস্থা’র” উদ্যোগে ঈদ ই মিলাদুন্নবী সাঃ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস (ঈদ ই মিলাদুন্নবী) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত’র আয়োজন করেছে “জাতীয় সাংবাদিক সংস্থা” ভোলার লালমোহন উপজেলা শাখা।
দিবসটি উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন’র সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি শাহীন কুতুব’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মাও আজিম উদ্দিন, সদস্য ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি সালাম সেন্টু, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি ইব্রাহিম আকাশ প্রমূখ।