সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় দুই শিশু উদ্ধার, এখনও নিখোঁজ দুই।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় দুই শিশু উদ্ধার, এখনও নিখোঁজ দুই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের মেঘনায় মালবাহী ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের স্বামী ,সন্তান ও শাশুরীসহ ৩ জন নিখোঁজের পর ২ বছরের এক শিশু জীবিত ও ৩ বছরের এক শিশুর মৃত লাশ উদ্ধার করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করলেও এখনও দুইজনকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
গত রবিবার হঠাৎ আকস্মিক ঘূর্ণিঝড়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কচ্ছপিয়াঘাট টু চর কুকরি মুকরির চর-পাতিলা ঘাটের মালটানা নৌকা ট্রলার মেঘনা ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, চর পাতিলা থেকে মাল(শসা) বোঝাই একটি ট্রলারে করে ৯ জনযাত্রী চর কচ্ছপিয়া ঘাটে আসার সময় ঘুর্ণিঝড়ের কবলে ট্রলার ডুবির সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করি। এ সময় মা রোজিনা (২৫),২বছরের শিশু জোবায়েরকে আশঙ্কাজনক অবস্থায় ও বাকি ৪ জনকে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করলেও ৩ বছরের শিশু জোনায়েদকে মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। বাকি ২জনের কোন সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার টিমের নের্তৃত্ব দানকারী কোষ্টগার্ড এল.এস আবদুল্লাহ আল মামুন জানান, পানির তীব্র স্রোতে ও উত্তাল ঢেউয়ের কারনে স্বপন (৩২) বিলকিস বেগম (৫০) পানির গভীরে হারিয়ে যায়। গতকাল সোমবার পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদেরকে তাৎক্ষনিক আউটপোষ্টে নিয়ে আসলে কোষ্টগার্ড ল্যেফটেনেন্ট সার্জেন্ট মেডিকেল অফিসার শাহনেওয়াজ জোনায়েদ কে মৃত ঘোষনা ও আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
চর-পাতিলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বেলাল হোসেন কালের কন্ঠকে বলেন, আমার ওয়ার্ডের মেয়ে রোজিনা ২সন্তান, স্বামী এবং শাশুরীকে সাথে নিয়ে বেড়াতে চরপাতিলা আসছে। ঘটনার দিন তারা শশুর বাড়ির উদ্দেশ্যে রওয়া হয়ে মেঘনা ট্রলার ডুবে তাঁর ৩বছরের শিশু,স্বামী স্বপন (৩২)শাশুরী বিলকিস বেগম (৫০) কে হারিয়ে অজ্ঞান হয়ে রয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাখাওয়াত হোসেন বলেন, আমরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।