সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যে ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল’র অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও র্যালীতে অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ’র আয়োজনে ও সংগঠনের আহবায়ক জালাল উদ্দীন বেলাল’র সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদে অংশগ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।