রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বহুবিবাহে মত্ত লালমোহনের রাশেদ মহুরী; টার্গেট আইনী সেবাপ্রার্থী নারীরা!
বহুবিবাহে মত্ত লালমোহনের রাশেদ মহুরী; টার্গেট আইনী সেবাপ্রার্থী নারীরা!
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: আইনজীবির সহযোগী হওয়ার সুবাধে আদালতে আইনি সেবা নিতে আসা নারীদের প্রলোভন দেখিয়ে বিয়ের নেশায় মেতেছেন মো. রাশেদ নামের এক মহুরী। ইতোমধ্যে ২ স্ত্রী ঘরে থাকার পরও থেমে নেই তার বিয়ের নেশা। রাশেদ লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ড ওয়েষ্টার্ণপাড়ার বাসিন্দা খোরশেদ মহুরীর ছেলে। বোরহানউদ্দিন উপজেলার এক আইনজীবির সহকারী (মহুরী) হিসাবে কাজ করে রাশেদ।
আইনি সেবা নিতে গিয়ে রাশেদের প্রলোভনে পড়ে বিয়ে পরবর্তী প্রতারণামূলক কাবিনের অভিযোগে তার বাড়িতে শনিবার সন্ধ্যায় এসে হাজির হন ভুক্তভোগী রাশেদা নামের এক সন্তানের জননী। পরে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মারধর করে রাশেদ ও তার পরিবারের লোকজন। অবশেষে পাশ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন ওই নারী। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউসুফ ডুবাইয়ের মেয়ে।
এসময় সংবাদিকদের রাশেদা জানান, পূর্বের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করতে গেলে ওই মামলার পরিচালনার মহুরী হিসাবে দায়িত্ব পায় রাশেদ। তারই সূত্র ধরে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সে। তখন বিয়ের কাবিনে প্রতারণার মাধ্যমে ১ লক্ষ টাকা দেনমোহর উল্লেখ করা হয় বলে অভিযোগ রাশেদার।
তাই কাবিনে ১০ লক্ষ টাকা উল্লেখ ও স্ত্রী হিসাবে স্বীকৃতির দাবীতে রাশেদের বাড়িতে এসে হাজির হন রাশেদা।
এদিকে, আইনি সেবা নিতে আসা নারীদের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে না করার একাধিক অভিযোগ রয়েছে সচতুর রাশেদের বিরুদ্ধে। (চলবে…।)