বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » একটি গোষ্ঠী সবসময় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-এমপি শাওন
একটি গোষ্ঠী সবসময় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-এমপি শাওন
লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর বাংলাদেশে সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তবুও একটি গোষ্ঠী সবসময় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রোধে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে লালমোহন পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। তাঁর নির্দেশনায় তৃণমূলে আওয়ামীলীগ কে সুসংগঠিত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। কমিটিতে যারা পদায়ন হবে, সকলকে জাতির পিতার আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে দলকে আরও বেগবান করতে হবে।
ত্রি-বার্ষিক সম্মেলনে সকলের সম্মতিক্রমে পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরনকে সভাপতি, কমল কে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, আবদুল খালেক সওদাগর প্রমূখ।