
সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূলের আওয়ামীলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে ভোলার লালমোহনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তাঁর বলিষ্ঠ নের্তৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু জাতি। দেশ আরও উন্নত সমৃদ্ধশালী করতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগকে আাবারও ক্ষমতায় আসতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।