রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে প্রতিমা কারিগরদের ব্যস্ততা ॥ লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে প্রতিমা কারিগরদের ব্যস্ততা ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বিপদনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা, করোনাভাইরাসের কালো থাবা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় মর্ত্যলোকে দেবীর আরাধনায় সারা দেশের ন্যায় চরফ্যাশন উপজেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন প্রতিটি পূজা মন্ডপে দেবী দুর্গার মূর্ত প্রতীক প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কি দিন, আর কি রাত। দিনে রাতে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন ওই মৃৎ শিল্পীরা।
খড়, বাঁশ ও মাটিতে মূর্তি কাঠামো তৈরি হয়ে গেছে আরো আগে। এখন চলছে ফিনিশিং, রং তুলির কাজ ও মূর্তি সাজসজ্জা। কেউবা মাটির মূর্তিতে রং দিচ্ছেন, কেউবা রং তুলির আঁচরে ফুটিয়ে তুলছেন দেবীর অবিকল চেহারা।গেইট তো প্রত্যেক প্রতিমার অন্তরালে তৈরি হচ্ছেই।
সাফল্য অর্জনের চেষ্টায় চরফ্যশন উপজেলা প্রতিটি পূজা মন্ডপে প্রতীমাকে স্বরূপে ফিরিয়ে আনতে চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ। মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতে অপরূপ রূপে সাঁজিয়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষী, সরস্বতি, কার্তিক-গণেশসহ আরো অনেক দেব-দেবীর মূর্তি।
আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠি পূজার মধ্য দিয়ে চরফ্যাশন উপজেলার ৪টি থানায় ৫ ৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।