রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে; বললেন স্বাস্থ্যমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে; বললেন স্বাস্থ্যমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে প্রতি মাসে একবার করে হলেও গণটিকা কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সেই সাথে স্কুল শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেয়া ব্যপারে প্রস্তুতির কথাও জানান তিনি। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে কথা হয়েছে। তারা এই বিষয়ে কোনও সার্কুলার না দিলেও টিকা দেয়ার জন্য মৌখিক সম্মতি জানিয়েছে। তাছাড়া ফাইজার আর মডার্নার টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস বা গাভী। তাদের কাছেও এই টিকার মজুত আছে।
এছাড়া দেশে মজুত ফাইজারের ৬০ লাখ থেকে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়ার প্রস্তুতি চলছে। টিকার জন্য শিক্ষার্থীরা যাতে নিবন্ধন করতে পারে এজন্য আইসিটি মন্ত্রণালয়কে বলা হয়েছে।