সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে বাল্য বিয়ের আসর থেকে বরসহ ৪ জন আটক ও ভ্রাম্যমান আদালত কতৃক ১মাসের জেল
ভোলার লালমোহনে বাল্য বিয়ের আসর থেকে বরসহ ৪ জন আটক ও ভ্রাম্যমান আদালত কতৃক ১মাসের জেল
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু :ভোলার লালমোহনে বাল্য বিয়ের শানাই বন্ধ করে বিয়ে পড়ানোর দায়ে বরসহ ৪ জন কে আটক করেছে লালমোহন থানা পুলিশ ।
জানা যায়, উপজেলার চরভুতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড দলিল মাষ্টার বাড়ীর মোঃ আহসান উল্লাহ মিয়ার মেয়ে স্থানীয় মাহমুদীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীর সাথে উপজেলার রায়চাঁদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার সাখাওয়াত মেম্বার বাড়ীর ফজলুল হক মাতবর এর ছেলে মোঃ জামাল (২৭) এর বিবাহ ঠিক হয় । তারই ধারাবাহিকতায় ররিবার সন্ধ্যার পর কনের বাড়িতে চলছিল বিবাহের ধুমধাম আয়োজন । গান বাজনা আর শানাইয়ের সূরে উভয় পক্ষের আত্মীয় স্বজনের মাঝে মিষ্টি ভাগাভাগির অপেক্ষা । কিন্তু বিধি বাম । ঘটনা স্থলে উপস্থিত বেরশিক পুলিশ । বাল্য বিবাহের অভিশাপ থেকে কনেকে মূক্ত করতে পুলিশ বাল্য বিয়ে বন্ধ করে দেয় । এবং বিয়ে পড়ানোর দায়ে কনের পিতা মোঃ আহসান উল্লাহ, বরের পিতা ফজলুল হক মাতবর, বর মো: জামাল উদ্দিন ও ফরাজগঞ্জ নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কাজি মোঃ রফিকুল ইসলাম কে আটক করে লালমোহন থানায় নিয়ে আসেন ।
পরবর্তীতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনায় আটককৃতদের কে একমাস করে সাজা প্রদান করে এবং সোমবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হয় ।