সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলন
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলন
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা :নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্ত করার দাবিতে সোমবার সকাল আটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়। শিক্ষকরা আন্দোলনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
সরকার ২০১০ সালে প্রায় ১৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। তখন বলা হয়েছিল- নন-এমপিওভুক্ত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যাক্রমে এমপিওভুক্ত করা হবে। কিন্তু দীর্ঘদিন পরেও এসব নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করায় আজকে একদল শিক্ষক জড়ো হয়ে আন্দোলন শুরু করেছেন।