সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার বিকল্প কোন নেতা নেই-ওবায়দুল কাদের ॥ লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার বিকল্প কোন নেতা নেই-ওবায়দুল কাদের ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : শেখ হাসিনার বিকল্প কোনো নেতা নেই এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো পলাতক আসামিকে দেশের নেতৃত্বে মেনে নেবে না জনগণ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছর যখন একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে, তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান। তিনি হলেন একমাত্র শেখ হাসিনা।’
তিনি বলেন, শেখ হাসিনা ছেলে-মেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার হাউস বা হাওয়া ভবন নির্মাণ করেননি। তিনি তাদের জ্ঞানে গরিমায়, মেধায়-পড়াশোনায় সমৃদ্ধ করেছেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি। জোট গঠনের জন্য তারা বিভিন্ন দলকে ঐক্যের ডাক দিয়েছে। এসময় সম্পদ অর্জনে দৃষ্টি না দিয়ে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের আদর্শ মেনে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এখন উপার্জনে, বেঁচে থাকার অনেক পথ, অনেক দুয়ার শেখ হাসিনা খুলে দিয়েছেন। টাকা-পয়সার দিকে চোখ দিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু পরিবারের দৃষ্টান্ত অনুসরণ করুন। নেত্রীর দিকে তাঁকান। টাকা-পয়সা সম্পদের দিকে তাকাবেন না।