রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি।। অবশেষে পুলিশের হাতে ধরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি।। অবশেষে পুলিশের হাতে ধরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন বাজারের মোবাইলের দোকান “মা টেলিকম” এ দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাই মোবাইলসহ মো. মঞ্জু (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর ৬নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার দেলু আড়তদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঞ্জু ওই বাড়ির হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে লালমোহন সদর বাজারের “মা টেলিকম” দোকান এর টিনের চালা কেটে ভিতরে ঢুকে ১৭টি মোবাইল ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায় চোরচক্র।
এ ঘটনায় দোকানের মালিক মো. রিয়াজ বাদি হয়ে রবিবার সকালে অজ্ঞাতদের আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৮, তারিখ ২৬ সেপ্টেম্বর।
ওই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর ৬নং ওয়ার্ডের মঞ্জুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মঞ্জুর মুরগীর বাসার ভেতর থেকে চোরাই মোবাইল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোবাইলের দোকান চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মঞ্জুকে আটক করতে সক্ষম হয়েছি। চুরিকৃত ১৭টি মোবাইলের মধ্যে ১৬টি তার কাছ থেকে উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত টিন কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, লালমোহন বাজারের কয়েকটি দোকানে পরপর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওইসব ঘটনায় চোরচক্র ধরাছোঁয়ার বাইরে থেকে গেলেও অবশেষে গতকালের চুরির ঘটনায় চোরকে আটক করতে সক্ষম হয় লালমোহন থানার পুলিশ।